ঝাড়গ্রাম: লোধাশুলিতে আয়োজিত হল ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী, উপস্থিত মন্ত্রী , জেলা সভাপতি
তৃণমূলের সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই বিজয়া সম্মিলনী যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলিতে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বিজয়া সম্মিলনী। এদিনের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা।