সুন্দরবনের পিছিয়ে পড়া দরিদ্র এলাকা থেকে গৃহবধূ ও তরুণীদের কাজের লোভ দেখিয়ে ভিন রাজ্যে পাচারের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। পুলিশ প্রশাসন ও বেসরকারি সংস্থার মাধ্যমে অনেককেই উদ্ধার করা সম্ভব হচ্ছে। কিন্তু উদ্ধার হয়ে তাঁরা এলাকায় ফিরলেও তাঁদের অনেকেই সঠিক আচরণ পাচ্ছেন পরিবার পরিজনদের কাছ থেকে। এই পরিস্থিতিতে অনেকেই হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন। এইসব তরুণী, গৃহবধূদের পাশে দাঁড়িয়েছে গরানবোস গ্রাম বিকাশ কেন্দ্র।