নদীয়ার বেথুয়াডহরি ১২ নম্বর জাতীয় সড়কে এক বিরল ও আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। কোচবিহার থেকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে দণ্ডী কেটে পথ চলছেন এক যুবক।জানা গেছে, ওই যুবক কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকা থেকে দোসরা শ্রাবণ মাসে যাত্রা শুরু করেন। প্রতিজ্ঞা অনুযায়ী, সম্পূর্ণ দণ্ডী কেটে তিনি দীর্ঘ পথ অতিক্রম করে দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে পৌঁছাবেন। সোমবার বেথুয়াডহরি পৌঁছালে তাঁকে দেখতে জাতীয় সড়কের দু’পাশে ভিড় জমান সাধারণ মানুষ।