দুবরাজপুর: দুবরাজপুরে গোপন অভিযানে ধরা বিপুল নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ব্যবসায়ী
দুবরাজপুরে বিপুল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার ব্যবসায়ী, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুবরাজপুর থানার পুলিশ স্বামী ভূপানন্দ মহারাজ মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যবসায়ীর গোডাউন থেকে বস্তাবন্দি অবস্থায় শব্দবাজি মজুত ছিল। বৈধ কাগজপত্র না থাকায় বাজেয়াপ্ত করা হয় সমস্ত শব্দবাজি। অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।