ঝাড়গ্রাম: স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে কীটনাশক বিষ খেয়ে মৃত্যু হল ঝরিয়ার ১ ব্যক্তির
স্ত্রীর সঙ্গে মাঝে মাঝেই চলত বিবাদ। বিবাদের জেরে চরম সিদ্ধান্ত নিল স্বামী। বাড়িতে রাখা জমির কীটনাশক বিষ খেয়ে মৃত্যু হল স্বামীর । পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুলিন টুডু (৫০)। বাড়ি নয়াগ্রাম থানার অন্তর্গত ঝরিয়া গ্রামে। দিনমজুরি ও চাষের কাজ করতেন তিনি।সোমবার দুপুরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার কীটনাশক বিষ খেলে চিকিৎসাধীন অবস্থায রবিবার রাতে মৃত্যু হয়।