মাথাভাঙ্গা বিধানসভার মাটিয়ারকুঠি সংলগ্ন এলাকায় রবিবার বিকেল চারটে তিরিশ নাগাদ কংগ্রেসের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ সরকার, ব্লক সভাপতি সুরেশ বর্মন, যুব কংগ্রেস নেতা জাহিদুল হক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।বিশ্বজিৎ সরকার জানান ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষা সহ সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন এলাকায় মিছিল করা হয়।