ঝাড়গ্রাম: বিধানসভা নির্বাচনের আগে নেতা কর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন ঝাড়গ্রাম শহরে
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের মহারণ। এই মহারণের আগে নেতা কর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন করলো ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের ডি এম হলে আয়োজিত হলো বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। আগামী দিনের দলীয় কর্মসূচির পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু ও বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো।