মালদহ জেলা পুলিশের উদ্যোগে এবং কালিয়াচক থানার ব্যবস্থাপনায় কালিয়াচকে কর্মরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সামার প্রোটেকশন কিট প্রদান করা হলো বৃহস্পতিবার সকালে। উপস্থিত ছিলেন কালিয়াচকের এসডিপিও ফাইজাল রজা, ট্রাফিক ডিএসপি মঙ্গেস সুব্বা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, ট্রাফিক আই সি দেবব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।