ডেবরা: নতুন বাজারে পথচারীকে ধাক্কা বাইক আরোহীর,উদ্ধারে পুলিশ
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নতুন বাজার এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপরে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহী। ঘটনার পরেই এলাকাবাসীরা জড়ো হয়ে ডেবরা থানায় খবর দেয়। ঘটনা স্থলে উপস্থিত হয় ডেবরা থানা ও ডেবরা থানা ট্রাফিক বিভাগের পুলিশ। আহত পথচারীকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিশ।