পুরুলিয়া ১: বেশ কয়েকটি কর্মসূচিকে সামনে রেখে এক নম্বর মন্ডল কার্যালয়ে কোর কমিটিকে নিয়ে সাংগঠনিক বৈঠক বিজেপির
আগামী 6 তারিখ বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং বলিউডের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর জনসভা এবং 7 তারিখ 150 বছর বন্দেমাতরম পূর্তি উপলক্ষে মণ্ডলে জাতীয় পতাকা নিয়ে মিছিল । সেই বিষয়ে আজ বলরামপুর মন্ডল 1 কার্যালয়ে কোর কমিটিকে নিয়ে সাংগঠনিক বৈঠক করা হল। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারন সম্পাদক জলধর মাহাত,মণ্ডল সভাপতি বিশাল দুবে সহ সমস্ত বিজেপির নেতৃত্ব এদিন বিকেলে।