দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের পাঁচটি পুজো প্যান্ডেলকে সেরা পুরস্কার প্রদান করল হাদিপুর যাদবপুর কালচারাল ইউনিট
দেগঙ্গা ব্লকের পাঁচটা পুজো প্যান্ডেলকে সেরা পুজোর পুরস্কার প্রদান করল হাদিপুর যাদবপুর কালচারাল ইউনিট। সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে এই পুরস্কার প্রদান করেন কালচারাল ইউনিটের কর্তা ব্যক্তিরা। হাদিপুর যাদবপুর কালচারাল ইউনিটের পক্ষ থেকে গৌতম দাস জানিয়েছেন এদিন প্রবীণ নাগরিকদের নিয়ে পূজা পরিক্রমা করে হাদিপুর যাদবপুর কালচারাল ইউনিট। বিকেল সাড়ে তিনটের সময় দেগঙ্গা ব্লকের বেলিয়াঘাটা থেকে পুজো পরিক্রমা শুরু হয়