মিরিক: পাহাড়ের স্থানীয় রাজনীতিকে শেষ করে দিতে চাইছে BJP, মিরিকে কটাক্ষ GTA চেয়ারম্যান অঞ্জুল চৌহানের
পাহাড়ের স্থানীয় রাজনীতিকে শেষ করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মিরিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অঞ্জুল চৌহান। তিনি বলেন বিজেপির নির্বাচনী সভা গুলিতে ব্যানার গুলিতে দেখলে দেখা যাবে তাতে স্থানীয় কোন বিজেপির নেতৃত্বের ছবি নেই এতেই স্পষ্ট বিজেপি স্থানীয় রাজনীতিকে শেষ করে দিতে চাইছে।