আজ ১২ই জানুয়ারি সোমবার আনুমানিক বেলার দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের।পাইকর হাই স্কুলের স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন করা হয়েছে।স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন পাইকর হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় প্রামানিক সহ পাইকর হাই স্কুলের অন্যান্য শিক্ষকরা।সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।