হাড়োয়া: সেকেন্দানগর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হলেন গৃহবধূ
দেগঙ্গা ব্লকের সেকেন্দানগর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম হলেন এক গৃহবধূ। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূ এখন বিপদমুক্ত, হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার দুপুর দুটো নাগাদ ঘড়ের মধ্যে অসাবধানতাবশত ইলেকট্রিক তারে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হন তিনি।