হেমতাবাদ: হেমতাবাদের জালালপুর থেকে ধৃত চোরের ৩ দিনের পুলিসি হেফাজত
হেমতাবাদে পরপর চুরির ঘটনার তদন্তে এক চোরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে ৩ দিনের পুলিশি হেফাজতে নিল হেমতাবাদ থানার পুলিশ৷ জানা গিয়েছে ধৃতের নাম গুলজার হুসেন (৩০)। বাড়ি ধনতৈর এলাকায়। মঙ্গলবার রাতে হেমতাবাদের জালালপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে ওই ব্যক্তিকে। তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের অনুমান এলাকায় একাধিক চুরির ঘটনায় যুক্ত রয়েছে ধৃত ব্যক্তি।