ছাতনা: রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে ছাতনায় টোটোর চাকা থামল ১২ ঘণ্টা
বাঁকুড়ার ছাতনায় টোটো চালকদের ১২ ঘণ্টার ধর্মঘট। বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন ও দুই বছরের মধ্যে পুরোনো টোটো বদলে ই-রিক্সা কেনার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝাটিপাহাড়ি এলাকায় টোটোচালকরা পরিষেবা বন্ধ রাখেন। দেড়শোরও বেশি চালক ঝান্টিপাহাড়ি হাইস্কুল মাঠে জমায়েত হয়ে জানান, ১০-১০.৫ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি তাঁদের পক্ষে অসম্ভব। রেজিস্ট্রেশন ফি ন্যূনতম করা ও পুরোনো টোটো বদলের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানান তাঁরা