নাকাশিপাড়া পাটুলি ঘাট এ মৃতদেহ সৎকারের জন্য বৈদ্যুতিক চুলের শুভ উদ্বোধন করেন কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র। গত সোমবার বৈদ্যুতিক চুল্লিতে কার্য শুরু হয় প্রথম। সেই বৈদ্যুতিক চুল্লি পরিদর্শনে গেলেন নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায়। ব্লক সভাপতি জানান এই চুল্লিটি হওয়াতে নাকাশিপাড়া,নদীয়া সহ বর্ধমানের এই চুলিটি মানুষের উপকারে আসবে।