কেতুগ্রাম ২: কেতুগ্রাম ১ ও ২ ব্লক তৃণমূলের নতুন তপশিলি জাতি ও উপজাতি কমিটি গঠনের প্রস্তুতি নিয়ে বৈঠক করা হল, উপস্থিত বিধায়ক
কেতুগ্রামের ১ ও ২ ব্লকে তৃণমূলের নতুন তপশিলি জাতি ও উপজাতি কমিটি গঠনের প্রস্তুতি নিতে রবিবার আনুমানিক বিকাল পাঁচটা নাগাদ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ, কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ তৃণমূলের ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ববৃন্দ। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নতুন কমিটির কাঠামো নির্ধারণই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। জানা গিয়েছে, উপস্থিত নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।