যথাযোগ্য মর্যাদার সাথে আজ 3 ডিসেম্বর মৃত্যুঞ্জয়ী কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্ম দিবস পালিত হল সোনামুখী তে। সোনামুখী রতন গজ্ঞ সাঁকো মোড়ে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অধ্যাপক শচীন কুমার মেডিক্যাল কলেজের ছাত্র অভয় পাল যুব নেতা দেবাশিস বীট শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির কমিটির সদস্য বৃন্দ। গরীব বস্তির মা বোনেরা শিশুদের নিয়ে।কিশোর কিশোরীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বক্তব্য রাখেন অধ্যাপক শচীন কুমার।