ঝাড়গ্রাম: খাবারের সন্ধানে ফের আমদই এলাকায় দাঁপিয়ে বেড়ালো ২০টি দাঁতাল হাতির একটি দল,নষ্ট ২ বিঘা জমির শবজী চাষ,মাথায় হাত চাষীদের
খাবারের সন্ধানে শুক্রবার রাত্রে ফের ঝাড়গ্রামের আমদই এলাকায় দাঁপিয়ে বেড়ালো আনুমানিক ২০টি দাঁতাল হাতির একটি দল। জানা গেছে,দাঁতাল ২০টি হাতির তাণ্ডবে নষ্ট প্রায় ২ বিঘাজমির শবজি চাষ। জানা গেছে খাবারের সন্ধানে ২০টি দাঁতাল হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ের শবজী চাষের জমিতে তান্ডব চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। শনিবার দুপুরে এলাকার বাসিন্দারা জানান,বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তান্ডব অব্যাহত।