মেখলিগঞ্জ: মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে বিজেপি সহ অনান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিলো বেশ কিছু পরিবার
বিজেপি সহ অনান্য রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূলে যোগ। সোমবার বিকেলে মেখলিগঞ্জ শহরের তৃণমূলের দলিয় কার্যালয়ে এ-ই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপির মেখলিগঞ্জ দক্ষিণ মন্ডল কমেটির সম্পাদক ঝুমুর আলী ফকির সহ নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ১৭টি পরিবার তৃণমূলে যোগ দেয় বলে দাবি তৃণমূলের। নবাগতদের হাতে দলিয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রভাত পাটনি সহ অনান্য তৃণমূল নেতৃত্ব।