ভরতপুর ১: নতুন অধ্যায়ের সূচনা? ভতরপুরের বিধায়কের দল ছাড়ার হুঁশিয়ারি! আতঙ্কে তৃণমূল
এবার দল ছাড়ার হুঁশিয়ারিতে অস্বস্তিতে তৃণমূল। ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের মুখে নতুন দল করার হুশিয়ারি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য। যদিও এই বিষয়েব শুক্রবার রাত্রে তৃণমূলকে কটাক্ষ করেতে ছাড়েনি বিজেপি। এখন নজর, সত্যিই কি জন্ম নেবে হুমায়ুন কবিরের নতুন কোনও দল? নাকি সময়ের সঙ্গে মিটবে এই ক্ষোভের আগুন?