বহিরাগতরা প্রভাব খাটিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটি গঠন করেছে এমনই অভিযোগ তুলে বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ গুসকরা কলেজে বিক্ষোভ দেখালো একদল পড়ুয়া। তাঁদের দাবি, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বর্তমান পড়ুয়াদের হাতে থাকাই উচিত। তবে এদিন বিক্ষোভকারীদের হাতে ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পতাকা। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিক্ষোভকারীরা অধ্যক্ষের কাছে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন।