সালানপুর: আবারো প্রতারণার অভিযোগ উঠল আসানসোলের রেল পার এলাকায়
আবারো প্রতারণার অভিযোগ উঠল আসানসোলের রেল পার এলাকায় তাহকিন আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় এই মর্মে এক অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ট্রেডিং এর নাম করে প্রায় ২৫০০ থেকে ৩০০০ ব্যক্তির কাছে টাকা নিয়েছে বলে অভিযোগ। ১৫ শতাংশ হারে প্রতি মাসে টাকা ফেরত দেয়ার কথা ছিল। করো প্রায় ৮ মাস ,আবার কারো এক বছর ধরে আমানতকারীরা কোন টাকা ফেরত পাইনি বলে অভিযোগ করেন। বুধবার দুপুর তিনটায় ঘটনাকে ঘিরে