হাড়োয়া: প্রয়াত সাংসদ -এর মৃত্যু দিবসে নিরবতা পালন করে 'আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প' অনুষ্ঠিত হল সদরপুর হাইস্কুলে
বসিরহাট লোকসভার প্রয়াত সাংসদ তথা তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সেখ হাজি নুরুল ইসলাম -এর প্রথম বর্ষ মৃত্যু দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করে বৃহস্পতিবার দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত হাড়োয়া ব্লকের সদরপুর হাইস্কুলে অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প।হাড়োয়া পঞ্চায়েতের ৯৮,৯৯ এবং ২০০ এই তিনটি বুথ নিয়ে অনুষ্ঠিত হয় ক্যাম্প। উপস্থিত ছিলেন বিডিও অতনু ঘোষ, জয়েন বিডিও অনিমেষ পাল