জোরবাংলো-সুখিয়াপোখরি: মহানদী এলাকায় GJM ও HP দল থেকে ১০ জন যোগদান করল BGPM দলে
দার্জিলিং এর মহানদী এলাকায় দশ জন গোরখা জন মুক্তি মোর্চা ও হামরো পার্টি দলত্যাগ করে যোগদান করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন BGPM সভাপতি অনিত থাপা।