বনগাঁ: বনগাঁ পুলিশ জেলায় পুলিশ বন্ধু অ্যাপের সূচনা করলেন এডিজি সাউথ বেঙ্গল
বনগাঁ পুলিশ জেলায় পুলিশ বন্ধু অ্যাপের সূচনা করলেন এডিজি সাউথ বেঙ্গল। উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে আগেই থানায় থানায় পুলিশ বন্ধু এপের কিয়স্ক চালু করা হয়েছিল । সোমবার বনগাঁ জেলা পুলিশের অফিসে আনুষ্ঠানিকভাবে এডিজি সাউথ বেঙ্গল ও ডিআইজি বারাসাত এবং বনগাঁ জেলা পুলিশ সুপার এর উপস্থিতিতে এডিজি সাউথ বেঙ্গল পুলিশ বন্ধু অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এই অ্যাপের মাধ্যমে অভিযোগকারী তার কেসের সমস্ত তথ্য পাবেন ৷