মন্তেশ্বর: পুলিশের উদ্যোগে হারানো টাকার ব্যাগ ফিরে পেলো মহিলা, মন্তেশ্বরে আটক টোটো চালক
শনিবার সকালে পুজোর বাজার করতে যাওয়ার সময় মন্তেশ্বরে কামারসালা মোড়ে টোটো চাপতে গিয়ে টাকার ব্যাগ পরে যায় টোটোতে। ওই মহিলা কুসুম গ্রামে পুজোর জন্য জামাকাপড় কিনতে যাচ্ছিলেন। পরে বুঝতে পারেন টোটোতেই টাকার ব্যাগ পরে গিয়েছে। কিন্তু টোটো চালক তাপি মাঝি ব্যাগটি দিতে না চাইলে মন্তেশ্বর থানায় অভিযোগ করেন ওই মহিলা। পুলিশ তদন্ত করে টোটো চালক কে আটক করে ও টাকার ব্যাগ উদ্ধার করে মহিলাকে ফেরত দেয়।