দুবরাজপুর: দুবরাজপুরে শিব মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দু'ই মহিলা, মালদার নমিতা দাস ও বীরভূমের সুস্মিতা চ্যাটার্জী
দুবরাজপুরে শিব মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই মহিলা, মালদার নমিতা দাস ও বীরভূমের সুস্মিতা চ্যাটার্জী। তিন বছর আগে ইনস্টাগ্রামে পরিচয় থেকে শুরু হয় প্রেম, দুই বছর আগে তারা সম্পর্কে জড়ান। নমিতা ও সুস্মিতা দুজনেই ডিভোর্সপ্রাপ্ত। নমিতার চার বছরের পুত্রসন্তান রয়েছে, সুস্মিতার ৮ বছরের কন্যা বাবার কাছেই থাকবে। নমিতা বর্তমানে কলকাতায় কাজ করেন, আর সুস্মিতা খয়রাশোলের বাসিন্দা। সুস্মিতার বাবা-মা এই সম্পর্ক মেনে নিয়েছেন।