সাগর: ধবলাটের মনসা বাজারের মনসা মেলা চলছে আজ বড় পুজো উপলক্ষে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলেন কয়েক হাজার ভক্তরা
দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ধবলাট মনসা বাজারে মনসা মেলা চলে আসছে বেশ কয়েকদিন ধরে তবে আজ বড় পুজো সেই বড় পূজো উপলক্ষে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমিয়ে এসে এলাকার মানুষজন ছাড়া ও বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষজন আজ সকাল দশটা থেকে।।