খণ্ডঘোষ: নওজোয়ান ভারত সভার শতবর্ষ উপলক্ষ্যে বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে ইনকিলাব যাত্রা খণ্ডঘোষে
নওজোয়ান ভারত সভার শতবর্ষ উপলক্ষ্যে বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে ইনকিলাব যাত্রা । বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত র জন্মভিটে খন্ডঘোষের ওঁয়াড়ি গ্ৰাম থেকে বর্ধমান স্টেশন অবধি পদযাত্রার আয়োজন । সকলের জন্য শিক্ষা , কাজ ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবীকে সামনে রেখে এই কর্মসূচী । সংগঠনের নেতৃত্ব সহ উপস্থিত সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, আভাস রায়চৌধুরী সহ অন্যান্যরা । ওঁয়াড়িতে আয়োজিত সভা