গঙ্গাসাগর মেলায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা,কথায় বলেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরে এসে দোকান বসানো নিয়ে এইরুপ মারামারি হবে কেউ বুঝতে পারেনি। তেমনি একটি ঘটনা ঘটলো স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত লোকজন দের কাছ থেকে দোকানের পজিশন ঠিক করেই দোকান বসাচ্ছিল দুই দোকানদার। কিন্তু সামান্য ছয় ইঞ্চি জায়গা এদিক ওদিক নিয়ে দু পক্ষের মারামারি শুরু হয়ে যায়।।