দুবরাজপুর: তিন শতাব্দী প্রাচীন দুবরাজপুর ব্লকের লোবা গ্রামের লোবা মায়ের মূর্তি নিরঞ্জনকে ঘিরে উপচে পড়া ভিড় মন্দির চত্বরে
তিন শতাব্দী প্রাচীন দুবরাজপুর ব্লকের লোবা গ্রামের লোবা মায়ের মূর্তি নিরঞ্জনকে ঘিরে উপচে পড়া ভিড় মন্দির চত্বরে। উপস্থিত রয়েছেন হাজার হাজার দর্শণার্থী। মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। উল্লেখ্য, তিন শতাব্দী প্রাচীন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রামের কালীপুজো। এখানকার কালীপুজো 'লোবা মা'য়ের পুজো হিসাবেই পরিচিত। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে নানান রীতি ও মিথের ছড়াছড়ি।