রামনগর ১: বাড়িতে টাওয়ার বসানো নামে প্রতারণার অভিযোগে কলকাতার ৩ জন গ্রেফতার,কাঁথি আদালতে পেশ,১৪ দিনের জেল হেপাজত
পূর্ব মেদিনীপুর জেলা কাঁথির বাসিন্দা নন্দন গিরি অভিযোগ করেন মোবাইল টাওয়ার বসানোর নাম করে কয়েক হাজার টাকা প্রতারণা করে তিন ব্যক্তি তাদের বাড়ি কলকাতাতে |বাড়িতে টাওয়ার বসানোর জন্য চাকরি দেওয়া ও বাড়ি ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক হাজার টাকা আত্মসাৎ করে প্রতারকেরা, অভিযোগের ভিত্তিতে পুলিশ কলকাতা থেকে সমর দত্ত নিখিলেশ বন্দ্যোপাধ্যায় ও সম্পদ গায়েনকে গ্রেফতার করে পুলিশ |ধৃতদের কাঁথি আদালতে তোলা হলো বিচারক ১৪ দিনের জেল হেপাজত দেয় |