গোসাবা: প্রায় ৬০ ঘন্টা চেষ্টার পর পুঁইজালিতে ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামতি সম্পন্ন হলো সেচ দফতরের চেষ্টায় জানালেন প: স:কর্মাধক্ষ
প্রায় ৬০ ঘন্টা চেষ্টার পর পুঁইজালিতে ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামতি সম্পন্ন হলো সেচ দফতরের চেষ্টায় জানালেন গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধক্ষ তাপস মন্ডল শুক্রবার রাত ১১টায়।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী GPর পুঁইজালিতে গত বুধবার সকালে রায়মঙ্গল নদীর বাঁধ ধসে নেমে ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকার কয়েকটি গ্রাম। নোনা জল ঢুকে নষ্ট হয়েছে চাষের জমি থেকে এলাকার কাঁচা বাড়ি।ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকার মানুষজন।