গুসকরা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাউড়িপাড়ায় নবান্ন উৎসবের আয়োজন করা হল। সেই উপলক্ষ্যে অন্নপূর্ণা পুজোয় সোমবার আনুমানিক রাত ৮টা নাগাদ যোগ দিলেন পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর যমুনা শিকারী ও সমাজসেবী উৎপল লাহা সহ অনান্যরা। জানা গিয়েছে, উৎসব উপলক্ষ্যে সেখানে স্থানীয় মানুষেরা হাজির হন। তাদের কাছে সুবিধা অসুবিধার কথা শোনেন পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়।