কুলতলি: মৈপিঠ কোষ্টাল থানার দক্ষিণ কলোনির শ্যামা পূজা বিসর্জনে সিঁদুর খেলায় মাতলেন গৃহবধূরা
মৈপিঠ কোষ্টাল থানার দক্ষিন কলোনি ক্লাব সংগঠনের শ্যামা পূজা বিসর্জন ঘিরে সিঁদুর খেলায় মাতলেন এলাকার গৃহবধূরা। আর মাকে বিসর্জন দেওয়ার আগে যে বিষয় নিয়ে কি জানালেন ক্লাব সংগঠনের কর্মকর্তারা শুনুন তাদের মুখ থেকে।