এগরা ১: আকন্দি সুরুচী সংঘ দুর্গোৎসব কমিটির দুর্গো পুজোর শুভ উদ্বোধন, উপস্থিত বিধায়ক
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের আকন্দি সুরুচি সংঘ দুর্গোৎসব কমিটির আয়োজনে দুর্গোপুজোর শুভ উদ্বোধন হলো আজ মহাষষ্ঠীতে , প্রদীপ প্রাজল করে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এগ্রা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এছাড়া উপস্থিত ছিলেন অসংখ্য বিশিষ্ট গুণীজনরা