সাগর: মহালয়ার আগেই চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা গঙ্গাসাগরে চপ ফুল ডুবি এলাকায়
শনিবার দিন দুপুরে গঙ্গাসাগরের চক ফুলডুবির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি গাড়ি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িটি তে প্রচারের মাইক বাঁধা ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইট দিতে গিয়েই ঘটে অঘটন। মুহূর্তের মধ্যেই দুজন যাত্রীসহ গাড়িটি জলে তলিয়ে যায়।।