দুবরাজপুর: মহালয়ার আগেই বীরভূমে দেবীর আগমন! কৃষ্ণপক্ষের নবমীতেই বালিজুড়িতে শুরু শতাব্দীপ্রাচীন দুর্গোৎসব
মহালয়ার আগেই বীরভূমে দেবীর আগমন! কৃষ্ণপক্ষের নবমীতেই বালিজুড়িতে শুরু শতাব্দীপ্রাচীন দুর্গোৎসব বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামে শতাব্দীপ্রাচীন রায় ও চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো শুরু হল কৃষ্ণপক্ষের নবমীতে। সোমবার সকালে যমুনা পুষ্করনীতে নবপত্রিকা স্নান ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে দেবীর আগমন ঘটে। এ প্রসঙ্গে সোমবার সকাল ১১ টা নাগাদ সমাপ্তি মুখার্জী জানান, আজ থেকেই বাড়ি বাড়ি নিরামিষ খাওয়া ও প্রতিদিন ভোগের আয়োজন হবে। মহালয়ার আগেই শুরু