গোপীবল্লভপুর ২: ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে খাড়বান্ধি এস সি হাইস্কুলে হল আইনি সচেতনতা শিবির,উপস্থিত বিচারক
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধি এস সি হাই স্কুলে হল আইনি সচেতনতা শিবির।ছাত্র ছাত্রী দের বাল্য বিবাহ , পকশো , ড্রাগ সহ বিভিন্ন আইনি বিষয়ে সচেতন করেন সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী । বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্বন্ধে অবগত করেন অফিস মাস্টার সুব্রত বারিক। শিবিরে উপস্থিত থেকে সাইবার ক্রাইম এবং ট্রাফিক আইন সমন্ধে সচেতন করেন বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল।