ইটাহার: বাইকে অরুনাচল প্রদেশ যাওয়ার পথে মহা পঞ্চমীর বিকেলে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম কলকাতার দম্পতি
মহা পঞ্চমীর বিকেলে বাইক নিয়ে অরুনাচল প্রদেশ যাওয়ার পথে ইটাহারে পথ দুর্ঘটনায় গুরুতর জখম কলকাতার দম্পতি। শনিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম ব্যক্তির নাম শুভজিত দাস এবং তার স্ত্রীর নাম ইন্দ্রাণী দাস। শুভজিত সল্ট লেকের এক বেসরকারি সংস্থায় কর্মরত এবং তারা স্ত্রী ইন্দ্রাণী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তাদের বাড়ি কলকাতার কেষ্টপুরে। জানা গিয়েছে, শনিবার সকালে তারা বাইক নিয়ে অরুনাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেন।