সাগর: তাক লাগিয়ে দিল ক্ষুদে শিল্পী: গঙ্গাসাগরের অঞ্জিষ্ণুর হাতে তৈরি দুর্গাপ্রতিমা
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অঞ্জিষ্ণু মন্ডল তার অসাধারণ সৃষ্টি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রায় এক মাস ধরে সে একটু একটু করে বানিয়েছে মা দুর্গার প্রতিমা। স্কুল থেকে ফিরে যেটুকু সময় পেত, তা দিয়েই নিষ্ঠার সঙ্গে কাজ করেছে এই খুদে শিল্পী। অঞ্জিষ্ণু জানায়, এই সৃষ্টিশীল কাজের অনুপ্রেরণা সে পেয়েছে ইউটিউব দেখে।