ভরতপুর ১: 'দুয়ারে রেশন' প্রকল্প বন্ধ থাকায় চরম সমস্যায় বালিচোনা গ্রামের বাসিন্দারা
'দুয়ারে রেশন' প্রকল্প বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ভরতপুর ১ ব্লকের বালিচোনা গ্রামের বাসিন্দারা। বর্ষার কাদা মাড়িয়ে প্রায় তিন কিলোমিটার দূরে হেঁটে তাদের রেশন আনতে হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার তারা স্থানীয় বিডিও অফিসে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ জমা দেন। শুক্রবার দুপুর ৩টে নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের রেশন ডিলার আশরাফ শেখের স্থায়ী দোকানটি কাশিপুর গ্রামে।