বিলোনিয়া: দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দঃ জেলা অন্তর্গত রবীন্দ্রপাড়া সফর করেন
দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দঃ জেলা অন্তর্গত রবীন্দ্রপাড়া সফর করেন। সাথে ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ সফর করেন জেলা সভাধিপতি। সেখানে গ্রামবাসীর দাবি অনুযায়ী মনরেগা প্রকল্পের আওতায় ১৭৫ মিটার সিসি রাস্তা নির্মাণের বিষয়টি আলোচনা করা হয়, যা প্রায় ৫০টি পরিবারকে সরাসরি উপকৃত করবে এবং গ্রামীণ যোগাযোগ ও জীবনযাত্রার মান উন্নত করবে।