আজ বাউড়ির অর্থাৎ মকর সংক্রান্তির আগে দিন কে বাউড়ির দিন বলে ধরা হয় ।দিন সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে খেজুর গুড়ের সাথে পিঠা বানানো হয়েছিল। বিগত কিছু বছর আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দেখেন, মকর পরবে বাউড়ির দিন বাচ্চারা স্কুলে কিছুতেই আসতে চায়তো না। শিশুদের জিজ্ঞাসা করলে জানতে পারা যেত, ঘরে পিঠাপরবের জন্যই শিশুরা স্কুলে আসতে চায় না। তাই বাচ্চাদের এদিন বাউড়ির দিন মানে মকর সংক্রান্তির আগে দিন স্কুলমুখী করতে স্কুলেই পিঠে পুলি।