পুরুলিয়া ২: আগামীকাল থেকে টানা তিন দিন বর্ধমান হাটিয়া বর্ধমান ২টি মেমু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত থাকবে
রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য আগামীকাল থেকে ৬ তারিখ পর্যন্ত বর্ধমান হাটিয়া বর্ধমানের মধ্যে চলাচলকারী দুটি মেমু ট্রেনের হাটিয়া গোমো শাখায় যাত্রী পরিষেবা বাতিল থাকবে । রেল সূত্রে জানা গিয়েছে ট্রেন দুটি হল 13503 এবং 13504.