ইটাহার: দুর্গা পুজো উপলক্ষ্যে দ্বাদশীতে বিচিত্রা কাবের উদ্যোগে বিশাল মেলার আয়োজন ইটাহারের ভদ্র শিলা এলাকায়
দুর্গা পুজো উপলক্ষ্যে দ্বাদশীতে ভদ্রশিলা এলাকায় বিচিত্রা ক্লাবের উদ্যোগে শনিবার আয়োজিত বিশাল মেলাকে ঘিরে জমে উঠেছে উৎসবমুখর সাধারণ মানুষ। পুজো মণ্ডপ চত্বরে বসেছে মনিহারি, খাদ্যপণ্য সহ রকমারি দোকান। এদিন সন্ধ্যায় বৃষ্টি কমতেই মেলায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। প্রতিমাও দর্শন করছে অনেকে। ইটাহার থানার IC সুকুমার ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মেলা প্রাঙ্গণে। এছাড়া উপস্থিত ছিলেন, ক্লাবের সম্পাদক ধনঞ্জয় পাল সহ অন্য সদস্যরা।