জোরবাংলো-সুখিয়াপোখরি: মিরিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন মিরিক পুরসভার চেয়ারম্যান ও GTA সভাসদ
মিরিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই ও জিটিএ সভাসদ মিলেশ রাই। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তারা ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের সাথে দেখা করেন তাদের সামগ্রিক বিষয়ে খোঁজ-খবর নেন। জানা গিয়েছে শনিবার সকালে মিরিকের প্রতাপ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় মহেশ গুরুংয়ের বাড়ি। এই খবর পেয়েই এদিন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাথে দেখা করেন।