ভাঙড় ১: বোদরা অঞ্চলের চাঁদপুর বুথের কর্মীদের নিয়ে চা বৈঠক করলেন বোদরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি
আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ বোদরা অঞ্চলের চাঁদপুর বুথের কর্মীদের নিয়ে চা বৈঠক করলেন বোদরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরি। উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য কর্মী এবং সাধারণ মানুষ।